নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাধীন খাজুর ইউনিয়ন মহাদেবপুর-পোরশা সড়কের সাথে সংল্গন ইউ,পি কমপ্লেক্স ভবন।খাজুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে নিয়ামতপুর উপজেলা,এবং উত্তরে হাতুড় ইউ,পি দক্ষিনে চাঁন্দাশ ইউ,পি ও পূর্বে মহাদেবপুর। মহাদেবপুর উপজেলা হইতে বাস ভাড়া ৫টাকা, এবং নওগাঁ জেলা সদর হতে বাস ভাড়া ৩০টাকা। অবস্থান ৩২টি মৌজা এবং ৩২টি গ্রাম। ইউ,পি কমপ্লেক্স ভবনের পার্শে খাজুর বাজার। খাজুরের নামকরন রাখাহয় আগের যুগে এখানে খেজুর বাগান ছিল তাই এখান কার নামকরন রাক্ষা হয় খাজুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS